নাটোরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে শিশু আইনে অভিযুক্ত কিশোর আব্দুর রহমানকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালতের বিশেষ পিপি আনিসুর রহমান বলেন, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া গ্রামের এক মুদি দোকানী তার ৭ বছরের কন্যা শিশুকে দোকানে বসিয়ে রেখে নামাজ পড়তে যায়।
আরও পড়ুন: আদালত প্রাঙ্গণে হিরো আলমের উপর হামলা, কান ধরে ওঠবস
এসময় প্রতিবেশী কিশোর আব্দুর রহমান ওই শিশুকে দোকান থেকে ডেকে নিয়ে পাশের আম বাগানে ধর্ষণ করে।
এ ঘটনায় নির্যাতিতার দাদা বাদি হয়ে মামলা দায়ের করেন।
পরে তদন্ত ও শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।
আরও পড়ুন: স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস: পানি আগ্রাসনের দায়ে আন্তর্জাতিক আদালতে ভারতের বিচার দাবি