২০১৩ সালে এক তরুণীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত উভয়েই অনুপস্থিত ছিলেন।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার আব্দুল মজিদ ওরফে মান্নানের ছেলে স্বপন গাজী (৩৬) ও তার স্ত্রী আঁখি আক্তার(৩০)কে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
প্রসিকিউশন জানায়, মর্জিনা আক্তার (১৬) দম্পতির সঙ্গে ফতুল্লায় ভাড়া বাসায় থাকতেন।
২০১৩ সালের ১০ নভেম্বর মর্জিনাকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বপন। আর স্বপনকে সাহায্য করেছিল আঁখি।
পুলিশ লাশ উদ্ধার করে এবং ওই বাড়ি থেকে আরও দুই তরুণীকে আটক করেছিল।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে ওই দম্পতি যৌন ব্যবসার জন্য মেয়েদের সরবরাহ করতো।
এ ঘটনায় বাড়ির মালিক রাসেল বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। পরে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।