নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জালকুড়ি ৯ নম্বর ওয়ার্ড খিলপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। লাশের সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান।