নারায়ণগঞ্জের ফতুল্লায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে দুই যুবক দগ্ধ এবং বিষাক্ত গ্যাসে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার দুপুরে একটি রেকর্ডিং স্টুডিওতে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন এসএম শামীমের ছেলে বাবন ও বাবনের বন্ধু মাহিন।
নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের জরুরি চিকিৎসক শাহাদাত হোসেন জানান, সোমবার দুপুরে মার্ক ভিডিও রেকর্ডিংয়ে একটি অজানা সূত্র থেকে বিস্ফোরণ ঘটে, এতে দু’জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে একটি ভবনের নিচতলায় স্টুডিওতে গান ও মিউজিক ভিডিওর রেকর্ডিং চলছিল।
মার্ক ভিডিও রেকর্ডিংয়ের এয়ার কন্ডিশনার (এসি) দুপুরের দিকে হঠাৎ বিস্ফোরিত হয়ে ভবনের আশেপাশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাদের মধ্যে তিনজন বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন।
আহতদের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বাবন ও মাহিনের অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
শাহাদাত হোসেন জানান, তাদের একজনের ৩০ শতাংশ এবং অন্যজনের ৪৫ শতাংশ পুড়ে গেছে।