গত মঙ্গলবার রাতে নিকলী উপজেলায় সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে শ্রী নিবাস বর্মনের বাড়িতে কালী পূজা উপলক্ষে নির্মিত অস্থায়ী মন্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দীকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মন্ডপের কাছে গান বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও ঝগড়ার একপর্যায়ে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
আটকৃতরা হলেন- ভবানীপুর গ্রামের উত্তম বর্মন (৩৫), পাপ্পু বর্মন (২৬), ইরেন্দ্র বর্মন (৪০) এবং বড়হাটি গ্রামের তাজুল ইসলাম শিপন (৩৫) এবং সুরুজ আলী (৪২)।
কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর হাম্মাদ হোসেন জানান, আজ আসামি উত্তম বর্মন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।