চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিখোঁজের একদিন পর ফারহান নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে স্থানীয় মান্নান চৌধুরীর শিশু ছেলে ফারহান (৬) হঠাৎ নিখোঁজ হয়। এরপর ফারহানের খোঁজ পেতে পরিবার ও এলাকাবাসী মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালায়।
অবশেষে, সোমবার (১৪ এপ্রিল) বিকালে পাশের বাড়ির পুকুরে শিশুটির মৃতদেহ ভেসে উঠে। শিশু ফারহানের মৃত্যুর ঘটনা তদন্ত করছে শাহরাস্তি থানা পুলিশ।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।