আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা, যৌথবাহিনীর অভিযান এবং শ্রমিকনেতা ও স্থানীয় রাজনীতিবিদদের আশ্বাসের পরও সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ থামছে না।
বুধবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। আবার অনেকে কারখানা বন্ধ দেখে ফিরে যায়। যেসব কারখানায় কাজ চলছিল সেগুলোতেও পরে অসন্তোষ দেখা যায়। কাজ ফেলে বের হয়ে যান শ্রমিকরা।
এরইমধ্যে ২২টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
শিল্পাঞ্চল পুলিশ-১ এর সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকালে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদানের জন্য প্রবেশ করেছে। টানা কয়েকদিনের জন্য কারখানাগুলো বন্ধ থাকায় পোশাক উৎপাদনে এক ধরনের ভাটা পড়েছে।
অন্যদিকে বিভিন্ন দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে রেখেছে একটি কারখানার শ্রমিকরা। যার ফলে মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়।
এদিকে রাতে আশুলিয়ায় অভিযান চালিয়ে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে একজনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়াও শিল্পাঞ্চলে টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি।