মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন সদস্যকে ফেরত নিতে মিয়ানমার সরকারের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার ইনানী নৌ-বাহিনীর জেটি ঘাটে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে স্পিডবোটে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে’র নেতৃত্বে ইনানী নৌ-বাহিনীর জেটি ঘাটে পৌঁছেছে।
বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
আরও পড়ুন: নৃশংস অপরাধের জন্য মিয়ানমার থেকে আসা বিজিপি সদস্যদের বিরুদ্ধে তদন্তের আহ্বান
মিয়ানমারের বিজিপি-সেনাবাহিনীর সদ্যস্যদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রমন্ত্রী