নৌ-পথের নিরাপত্তা আরও জোরদার করতে পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী ৮টি বাল্কহেড জব্দ ও ২১ টির বিরুদ্ধে মামলা দিয়েছে নৌ-পুলিশ।
নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৯ আগষ্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের মেঘনা মোহনা থেকে মাদারীপুরের শিবচর পর্যন্ত অভিযানে অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) ভোররাত পর্যন্ত চলে এই অভিযান।
আরও পড়ুন: ঈদের ছুটিতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলা থেকে ৩০ লাখ মানুষ নৌপথে বাড়ি যাবে: জাতীয় কমিটি
অভিযান চলাকালীন সময়ে অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশের সাড়ে ছয় হাজার নৌ-পথের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান।
এর আগে মুন্সীগঞ্জে রাতে বাল্কহেডের কারণে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়।
নৌ পথে বাল্কহেডের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিকুজ্জামান ও হেডকোয়ার্টারের পুলিশ সুপার আহাদুজ্জামানসহ নৌ-পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা অভিযানে অংশ নেন।
আরও পড়ুন: ঈদে নৌপথের ২৭ লাখ যাত্রীর চাপ পড়বে সদরঘাট লঞ্চ টার্মিনালে: জাতীয় কমিটি