পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাংগা ইউনিয়নে বজ্রপাতের ঘটনায় এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত কৃষকের নাম যতীন্দ্রনাথ রায় (৪৫)।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়েনের হাজরাঙাংগা লক্ষীপুর গ্রামে বজ্রপাতের এ ঘটনাটি ঘটে। যতীন্দ্রনাথ ওই গ্রামের রাজমোহনের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে নিহত ১৭
চেংঠিহাজরাডাংগা ইউনিয়নের চেয়ারম্যান অনীল চন্দ্র সেন জানান, যতীন্দ্রনাথ তিন থেকে চারজন নারী কৃষাণী নিয়ে তার বাড়ির পাশের রোপা আমন ক্ষেতে নিড়ানীর কাজ করছিলেন। মুষলধারে বৃষ্টি শুরু হলে নারী কৃষানীরা বাড়িতে চলে যান।
আরও পড়ুন: শেরপুরে বজ্রপাতে কিশোরসহ নিহত ৪
এসময় যতীন্দ্রনাথ বৃষ্টির পানি আটকাতে ক্ষেতের আইল বাধাঁ শুরু করেন। আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।