পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্যাটারি চালিত ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এরশাদ হোসেন জুলফিকার (৪৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় রংপুর নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার (১১ জানুয়ারি) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এরশাদ হোসেনের বাড়ি তেঁতুলিয়া ইউনিয়নের আজিজনগর এলাকায়। তিনি ওই এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে এবং বুড়াবুড়ি মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া তিনি জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্লাব স্কাউটসের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দীকি জানান, সকালে তিনি মোটরসাইকেল নিয়ে স্কুলের কাজে বাসা থেকে বের হয়ে তেতুঁলিয়া যাচ্ছিলেন। পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের আজিজনগর এলাকায় আসলে তেতুঁলিয়া থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক এরশাদ আলী জুলফিকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।