তিনি জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মহিশবাথান গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে।
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজার থেকে তাকে নকল সিল ও স্ট্যাম্পসহ তাকে আটক করা হয়।
জাল নোট আছে বলে গ্রাহকের লাখ টাকা নিয়ে উধাও প্রতারক
মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মো. কাইয়ুম আলী জানান, মোস্তাফিজুরের নেতৃত্বে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জাল করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় থানার এসআই বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজার থেকে মোস্তাফিজুরকে আটক করে। তিনি ওই বাজারে টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য লোক সংগ্রহ করছিলেন। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারক চক্রের মূল হোতা মোস্তাফিজুর রহমানকে আটক করে। ওই চক্রের অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
কলেজছাত্রীর প্রেমের জালে ফাঁসলেন বিকাশ প্রতারক
আটকের সময় তার কাছ থেকে জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের ২১টি রাবার সিল, বিভিন্ন মূল্যমানের ৩১৭টি স্ট্যাম্প ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক মো. কাইয়ুম আলী।