অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ও কেন্দ্রীয় নির্দেশনায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের প্রচারণায় পটুয়াখালীতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের বনানী এলাকার জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ ও সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘গণতন্ত্র আজ বিপন্ন, আমাদের মানবাধিকার আজ ধ্বংসের পথে। তারেক রহমান নির্দেশিত যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে ও এই ডামি নির্বাচন বর্জন করার লক্ষ্যে আমাদের এই প্রচারণা।’
আরও পড়ুন: মঙ্গলবার থেকে ৩ দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা বিএনপির
তারা আরও বলেন, ‘২৮ অক্টোবরের পর থেকে আমরা কেউ বাড়িতে ঘুমাতে পারি নাই। শুধু তাই নয়, আমরা ১৫ বছর ধরে এই দুঃশাসনের হাতে জিম্মি রয়েছি। আমাদের কাজ আগের থেকে অনেকটা সহজ হয়ে গেছে। যারা সচেতন তারা ইতোমধ্যেই এই নির্বাচন বর্জন করেছে।’
সমাবেশ শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি সবুজবাগ মোড়, তিতাস সিনেমা হল মোড়সহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে আনসার ক্যাম্প এলাকায় গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা, উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।