পটুয়াখালীতে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে শহরতলী দুর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মৃধা একই এলাকার ইসমাইল মৃধার ছেলে ও ওষুধ ব্যবসায়ী।
জানা গেছে, শুক্রবার রাতে ইসমাইল মৃধা বাড়ি না ফেরায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। পরে রাত ১২টার দিকে সড়কের পাশে মুগডাল খেতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পরিবারের লোকজন স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
শনিবার পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ ও কর্মকর্তারা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। সিআইডি ঘটনাস্থল ঘিরে নিহতের ভাঙা চশমা, টর্চলাইটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করছে।
ওসি জনান, তাৎক্ষণিক হত্যাকারীদের শনাক্ত করা না গেলেও বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: নাটোরে ব্যবসায়ীকে হত্যার পর ৩ লাখ টাকা ছিনতাই
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, নিহত ইউসুফ মৃধা নতুন বাড়ি নির্মাণ শুরু করলে কিছু অংশীদারের সঙ্গে বিরোধ দেখা দেয়। শালিস বৈঠক শেষে জমি মাপার কাজ শেষ হয়েছে এবং শনিবার রায় দেয়ার কথা ছিল।