পাটগ্রামে ভুট্টাখেত থেকে নবজাতক উদ্ধার
লালমনিরহাট, ২১ মে (ইউএনবি)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টাখেত থেকে একদিনের এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সীরহাট এলাকা থেকে নবজাতটিকে উদ্ধার করা হয়।
জগতবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবিবর রহমান জানান, শুক্রবার ভোরে কে বা কারা ভুট্টা খেতে নবজাতক শিশুটি ফেলে রেখে যায়। সকালে ভুট্টাখেতের পাশ দিয়ে লোকজন যাওয়ার সময় দেখতে পায় সদ্য নবজাতকের কান্না শুনে পরে শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর আবার থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন:সিলেটে কবরস্থানের পাশের ড্রেনে মিলল নবজাতকের লাশ
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার মা-বাবার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যেমে শিশুকে হস্তান্তর করা হবে।’পাটগ্রামে ভুট্টাখেত থেকে নবজাতক উদ্ধার