ফরিদপুরের বাখুন্ডায় রবিবার বিকাল ৪টায় জোবায়দা করিম জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে মিলের চারটি শেডই পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে সেখানকার মালামাল।
জানা যায়, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত শেড থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মিল শ্রমিক ফজলু মিয়া, আহাদ শেখসহ আরও বেশ কয়েকজন জানান,বিকাল পৌনে ৪টার দিকে দক্ষিণ পশ্চিম দিকে পাট প্রক্রিয়াকরণের প্রথম শেড থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে সবকটি শেডে আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ভোলায় অগ্নিকাণ্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
ফরিদপুরের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, আগুন নেভাতে আমাদের সাতটি ইউনিট কাজ করছে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এখনও বিভিন্নস্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
তিনি জানান, আগুন নেভানোর পরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে। এরপর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জোবায়দা করিম জুটমিলের কতৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, জেলার গেরদা ইউনিয়নে অবস্থিত জোবায়দা করিম জুটমিল এ অঞ্চলের একটি বৃহৎ পাটজাত পণ্য প্রক্রিয়াকরণ কারখানা। এখানে পাট থেকে সুতা ও চটজাত মালামাল উৎপাদন করা হয়। মোট চারটি শেডে পাট প্রক্রিয়াজাতকরণ সহ সুতা ও চটজাত পণ্য উৎপাদন করা হয়।
আরও পড়ুন: নলডাঙ্গায় অগ্নিকাণ্ড: ৩০টি বাড়ি ভস্মিভূত