বুধবার জেলায় বিএনপির গণঅবস্থান কর্মসূচি চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দলটির ১১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রায়হান কবির নাঈম বাদী হয়ে ২৪ জনকে আসামি করে এবং ৭০ থেকে ৮০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
আরও পড়ুন: ১৬ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ ও মিছিলের ঘোষণা বিএনপি’র
আসামিদের মধ্যে রয়েছেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও অবস্থান কর্মসূচির সভাপতি এফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল।
পুলিশ অবশ্য ১৩ বিএনপি নেতা ও অপর এক অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, কর্মসূচি পালনকালে তাদের সমর্থকরা আওয়ামী ও যুবলীগের হামলাকারীদের প্রতিহত করেছে।
পুলিশও তাদের ওপর গুলি চালায় বলে অভিযোগ করে তিনি বলেন, ‘পুলিশ আমাদের ছেলেদের (দলের কর্মী) গ্রেপ্তার করেছে, তাদের মারধর করেছে এবং আমাদের বিরুদ্ধে এমনভাবে মামলা করেছে যে পুলিশের আচরণ গণতন্ত্রের জন্য বাধা।’
বুধবার ফরিদপুর জেলা শহরের অম্বিকা ময়দানে বিএনপি ও সমমনা বিরোধী দলের গণ-অবস্থান কর্মসূচিতে হেলমেট পরা একদল যুবক হামলা চালিয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি বানচাল করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরা অজ্ঞাতপরিচয় ৫০ জনের একটি দল বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করতে সেখানে জড়ো হলে তাদের ওপর হামলা চালায়।
তারা ককটেল বোমা নিক্ষেপ করে এবং বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভোটাধিকার পুনরুদ্ধারে আরও জেগে ওঠুন: জনগণের প্রতি ফখরুল