ফেনী শহরের একটি বহুতল ভবনে শনিবার রাতে গ্যাস সিলিন্ডারের আগুনে নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়ে মারা গেছেন। শনিবার রাতে চাঁড়িপুর এলাকার আলিম উদ্দিন সড়কে এই ঘটনা ঘটে।
মৃত আনিছুর রহমান (৫৮), তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় ফুলহাতা পঞ্চগ্রামে।
আরও পড়ুন: স্বামীর দেয়া আগুনে দগ্ধ সাদিয়ার মৃত্যু
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি জানান, শহরের আলিম উদ্দিন সড়কের ৬ তলা বিশিষ্ট নয়ন টাওয়ারে গ্যাস সংযোগ না থাকায় সিলিন্ডার ব্যবহার করা হতো। প্রতিদিনের মত শনিবার রাত ১১টার দিকে রান্না করতে গিয়ে সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে দ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আনিছ। প্রতিবেশিরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমাসহ পুলিশ ও পিবিআইয়ের একাধিক দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
আরও পড়ুন: রামপুরায় গোডাউনে আগুন, দগ্ধ ৪ জনের মৃত্যু
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহীম সরকার জানান, আনিছুরের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।