বিএনপির হরতালকে সামনে রেখে ফেনী জেলা শহরের বিভিন্ন স্থানে একটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং তিনটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।
আরও পড়ুন: ২৯ অক্টোবর থেকে চলমান হরতাল-অবরোধে ৩১০টি ভাঙচুর ও ৩৭৬টি অগ্নিসংযোগ হয়েছে: পুলিশ
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মজিদ জানান, সোমবার রাত ৯টার দিকে ঢাকা-কুমিল্লা মহাসড়কের ফেনী পৌরসভার কাঠবাইল্লা এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার জেলায় বিএনপির ডাকা দিনব্যাপী হরতাল পালিত হয়েছে।
সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি নেতা রফিকুল আলমসহ বিএনপি নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে সোমবার হরতালে ঘোষণা দিয়েছে বিএনপি।
এছাড়া হরতাল সমর্থকরা মঙ্গলবার জেলা শহরের বিভিন্ন স্থানে মিছিলও বের করে।
আরও পড়ুন: খুবিতে বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর মামলা: ফখরুলের জামিন আবেদনের শুনানি ৭ ডিসেম্বর