বগুড়ায় করোনায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মারা গেছেন ১৪৭ জন।
মৃত দুইজনের মধ্যে বগুড়া শহরের কাটনারপাড়ার একজন নারী (৫৫) ও নাটোর থেকে বগুড়ায় চিকিৎসা নিতে এসে করোনায় মারা গেছেন একজন পুরুষ (৬২)।
এ ছাড়া নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৬ হাজার ২৯০ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১৪৪ জন।
সোমবার বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন করে করোনা শনাক্ত ৫৮ জনের মধ্যে পুরুষ ২৭ জন, নারী ২৬ জন ও শিশু ৫টি। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৫৪ জন, ধুনটে দুজন, আদমদীঘি ও শেরপুরে একজন করে রয়েছেন।
২৩ আগস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) ২৮৭ নমুনা পরীক্ষার ফলাফলে ৪০ জন পজিটিভ এবং টিএমএসএসএ ৩১ নমুনা পরীক্ষার ফলাফলে ১৮ জন পজিটিভ হয়।