বগুড়া সদরের এরুলিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২জন আহত হয়েছেন। এ ঘটনার পর বগুড়া – নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরালে ২ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আলমগীর হোসেন (৪৫), আব্দুল হান্নান (৫৫) ও ফাহিম (৪২)। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রাউজানে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইমাম নিহত
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সকাল ১০টার দিকে বগুড়া সদর থানার এরুলিয়া নামক স্থানে বগুড়া থেকে প্রাইভেটকার নওগাঁ যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ৩জন নিহত ও ২জন আহত হন।
হতাহত সবাই মোটরশ্রমিক সদস্য বলে জানান তিনি।