বগুড়ার কাহালু উপজেলায় রাতের আঁধারে কালোবাজারে বিক্রির সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৪১ বস্তা চাল জব্দ করেছে স্থানীয়রা।
পরে, চালের বস্তা জব্দ করে নিয়ে খাদ্য বিভাগের ডিলার ও বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানা উল্লাহ ঢিলুর বিরদ্ধে মামলা দায়ের করেছে কাহালু থানার পুলিশ।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, খাদ্য বিভাগের ডিলার সানাউল্লাহ তালুকদার ঢিলু তার কাজিপাড়ায় গুদামে সরকারি চালের ব্যবসা করেন। সম্প্রতি তিনি খাদ্যবান্ধব কর্মসুচির ১০টাকা কেজি দরের ৫০ কেজি ওজনের ৪১ বস্তা চাল দরিদ্রদের কাছে বিক্রি না করে গুদামে মজুত করে রাখেন।
রবিবার ভোরে কালোবাজারে ওই ৪১ বস্তা চাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবার সময় স্থানীয়রা আটক করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ থরে থানা হেফাজতে নেয়া হয়।
এ ঘটনায় ডিলার সানা উল্লাহ তালুকদার ঢিলুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন তিনি।