চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনায় কবলিত হয়েছে একটি বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানেলের পতেঙ্গা হয়ে আনোয়ারা যাওয়ার পথে একটি বাস সামনে থাকা প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে টানেলের দেয়ালের পাশে গিয়ে পড়ে। এ সময় প্রাইভেটকারে থাকা ৪ যাত্রীর মধ্যে ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পর ক্রেন দিয়ে বাস এবং প্রাইভেটকার সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত, বাবা আহত
টানেলের টোল ম্যানেজার বেলায়েত হোসেন বলেন, রাতে বাসের ধাক্কায় একটি কার ক্ষতিগ্রস্থ হয়েছে। কারের কয়েকজন যাত্রী আহত হন। আমরা সিসিটিভি পর্যালোচনা করে ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, ইতোমধ্যে দুর্ঘটনায় কবলিত বাস ও প্রাইভেটকার ক্রেনের সাহায্যে টানেল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। টানেলে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
টানেল উদ্বোধেনের পর প্রথম শুক্রবার ছুটির দিনে ব্যাপক যানবাহনের ভিড় লেগে যায়। গাড়ির চাপ বাড়ায় দিনভর টানেলে যানজট সৃষ্টি হয়।
শুক্রবার (৩ নভেম্বর) বিকাল থেকেই টানেলের উভয় প্রান্তে এ যানজট তৈরি হয়।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টোল প্লাজায় টোল নিতে সময় লাগায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাড়ে তিন মিনিটের টানেল পাড় হতে সময় লেগেছে আধা ঘণ্টা থেকে ৪৫ মিনিট।
আরও পড়ুন: আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২