শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ মাংস জব্দ করা হয়।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ৮শ’ কেজি হরিণের মাংসসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা মাংসসহ ইঞ্জিন চালিত নৌকা ও গ্রেপ্তার হরিণ শিকারি আবদুস সোবহানকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, কোস্টগার্ডের জব্দ করা বিপুল পরিমান হরিণের মাংসসহ গ্রেপ্তার হরিণ শিকারিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা দায়ের করতে বলা হয়েছে।
এদিকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হরিণ শিকারি আবদুস সোবহানের বিরুদ্ধে মামলা দায়েরে পর তাকে আদালতে পাঠায় বনবিভাগ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় জব্দ করা বিপুল পরিমাণ হরিণের মাংস যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করার নির্দেশ দেয় আদালত।