বরিশাল পারিবারিক কলহের জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় লিটু সিকদার (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে নগরীর কাশিপুরের বিল্লবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত লিটু সিকদার স্থানীয়ভাবে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা। তার বিরুদ্ধে চারটি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।
আহত মুন্নী বেগম ও তার ভাই সুমন সিকদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: গঙ্গাচড়ার হিন্দুপল্লীতে হামলার ঘটনায় ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি: পুলিশ
স্থানীয়রা জানান, গাজী বাড়ির জাকির গাজী ও সিকদার বাড়ির মুন্নী বেগম স্বামী-স্ত্রী। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মুন্নীর অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর জাকির তার ওপর নির্যাতন চালাতে থাকেন। গত রবিবার (২৭ জুলাই) দুজনই একে অপরের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এরপর মুন্নী ও তার দুই ভাই আদালত থেকে জামিন নিয়ে বৃহস্পতিবার রাতে নিজ এলাকায় ফেরার পর জাকির ও গাজী বাড়ির লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে লিটু সিকদার ঘটনাস্থলেই নিহত হন এবং মুন্নী ও তার ছোট ভাই সুমন সিকদার গুরুতর আহত হন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. রিয়াজ হোসেন জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত জাকির গাজী পলাতক রয়েছেন।’