বরিশালে অভিযান চালিয়ে ১৯ লাখ ৫০ হাজার চিংড়ি রেনু পোনা উদ্ধার করা হয়েছে। এ সময় ২৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার দুপুরে নগরীর আমতলার মোড়ে থেকে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের বরিশাল স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে নগরীর আমতলার মোড়ে অভিযান চালিয়ে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ৬৫টি ড্রামের মধ্যে ১৯ লাখ ৫০ হাজার পিস গলদা চিংড়িং রেনু পোনা জব্দসহ ২৭ জন ব্যবসায়ীকে আটক করা হয়। পাশাপাশি রেনু পোনা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে ৩ কোটি টাকার চিংড়ি রেনু জব্দ, ৪ জনকে জরিমানা
তিনি জানান, রেনু পোনার চালনটি পটুয়াখালীর কালাইয়া থেকে বাগেরহাটের ফকিরহাটে যাচ্ছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং রেনু পোনা নদী অবমুক্ত করা হবে।