রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে রবিবার সকাল থেকে ফল ব্যবসায়ীদের দখলে থাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএর উচ্ছেদ কমিটির সদস্যরা।
ঢাকা নদী বন্দর কর্মকর্তা যুগ্ম পরিচালক গুলজার আহমেদ জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাদামতলী এলাকায় ফল ব্যবসায়ীদের দখলে থাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া প্রায় তিন একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে।
সোমবার থেকে ঢাকার কেরানীগঞ্জের তেলঘাট, চর মিরেরবাগ, বছিলা, ওয়াসপুরসহ বিভিন্ন এলাকায় বুড়িগঙ্গা নদীর দুপাশের দখলে থাকা নদীর জমি দখলদারদের কাছ থেকে পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলে জানান তিনি।
উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। এছাড়া সার্বিক নিরাপত্তা দিতে নৌ পুলিশ, র্যাব ও বিআইডব্লিউটিএর আনসার সদস্যরাও নিয়োজিত রয়েছেন।