বান্দবানের থানচি উপজেলায় ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি সোমবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে দেশি ও বিদেশি পর্যটকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব উপজেলায় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন।
গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর জারি করা গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় থানচি উপজেলার তৎসংলগ্ন এলাকায় সশস্ত্র বিচ্ছিন্নতবাদী সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করায় বান্দরবান এলকায় টহল পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ আগামী ১১ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করা হলো। বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলার মধ্যে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা ব্যতীত অন্যান্য উপজেলায় আগের মতো ভ্রমণ করতে পারবেন।
সর্বশেষ গত ১৬ ডিসেম্বর জেলার তিন উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হয়। জেলার প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিবাদ বিরোধী অভিযানের মধ্যে পর্যটকদের নিরাপত্তার জন্য এই ধরনের নিষেধাজ্ঞা টানা ১২ বার বাড়ানো হয়েছে।
গত ২৭ নভেম্বর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটনে নিষেধাজ্ঞা ৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এর আগে স্থানীয় প্রশাসন আলীকদম উপজেলা ও থানচি উপজেলা থেকে যথাক্রমে ১২ নভেম্বর ও ১৬ নভেম্বর নিষেধাজ্ঞা তুলে নেয়।
গত ১৮ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দর্শনার্থীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। পরবর্তীতে ২৩ অক্টোবর একই কারণে স্থানীয় প্রশাসন পর্যটকদের থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে।
গত ১০ অক্টোবর থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো জেলায় চরমপন্থী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে।