বরিশাল জেলার বাবুগঞ্জের ফরিদগঞ্জ বহমুখী ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন বিশ্বাস।
সম্প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আনোয়ার বিশ্বাস বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিএডব্লিউডি) উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও নিজ এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী। আনোয়ার বিশ্বাস পশ্চিম ভুতেরদিয়ার রুহুল আমিন বিশ্বাসের বড় ছেলে।
গভর্নিং বডির বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন দক্ষিণ ভুতেরদিয়ার মুহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী।
প্রজ্ঞাপনে সই করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইউব হোসেন।