সিলেটের পর্যটন কেন্দ্র গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের গোয়াইটুলা মল্লিকা আবাসিক এলাকার মৃত পান্নু মিয়ার ছেলে সাগর (১৭) ও একই এলাকার আলী হোসেনের ছেলে রুমেল (১৬)।
শুক্রবার দুপুরে উপজেলার টেকনাগুল এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: জাফলংয়ে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
পারিবারিক সূত্র জানায়, ঈদের পরদিন বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে বিছানাকান্দি বেড়াতে যায় গোয়াইপাড়ার মল্লিকা আবাসিক এলাকার ৮-১০ কিশোর। লোকাল গাড়িতে করে তারা পর্যটন স্পট বিছানাকান্দিতে যায়। অনেক খোঁজাখুজির পর শুক্রবার দুপুরে তাদের সন্ধান পান এক নৌকা চালক।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিছানাকান্দির টেকনাগুল নামক খাল পার হতে গিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে শুনেছি শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক দুই কিশোরকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা সাঁতার জানত না।’
আরও পড়ুন: চট্টগ্রামে রাবার ড্যামে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
এদিকে ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে একই উপজেলার জাফলং পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় সাঁতার কাটতে নেমে এক দাখিল পরীক্ষার্থী নিখোঁজ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তার সন্ধান মিলেনি।
নিখোঁজ শিক্ষার্থীর নাম ইমরান। তার আনুমানিক বয়স (১৭)। সে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার জোড়দিঘি এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে এবং টাঙ্গাইল জেলার সেফুলমালির চালা ফজরগঞ্জ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।