বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. রিয়াজের বাড়িতে গেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বরিশালের হিজলাতে বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন/লঞ্চঘাট নির্মাণ কার্যক্রম পরিদর্শন শেষে শহীদ রিয়াজের গ্রামের বাড়িতে যান তিনি। এ সময় নিহতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন।
আরও পড়ুন: নৌপথে মানুষের হয়রানি যাতে না হয়: উপদেষ্টা সাখাওয়াত
একই সঙ্গে রিয়াজের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এছাড়াও, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা।
সবশেষে, রিয়াজের আত্মার রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন সাখাওয়াত হোসেন।
এর আগে, ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ রিয়াজের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে রিয়াজের নামে বরিশালের হিজলায় একটি লঞ্চঘাটের পন্টুন উদ্বোধন করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধ আমরাই শুরু করেছি, শেষও করেছি আমরা: সাখাওয়াত