ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
শনিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার ভোর থেকে জেলা শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশেরর দাবি, আটককৃতরা সবাই চিহ্নিত ছিনতাইকারী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে মৃত নবজাতক উদ্ধার
আটককৃতরা হলেন, গোকর্ণঘাট মধ্যপাড়ার উবায়দুল (২৫), ভাদুঘরের হুজুর বাড়ির রুবেল মিয়া (২৭), ভাদুঘর খাদেমপাড়ার জসিম (২৫), ভাদুঘর উত্তর পাড়ার সুমন মিয়া (৩৪), ভাদুঘর নগরপাড়ার ইমন (১৮), কাজীপাড়া দরগা মহল্লার দেলোয়ার হোসেন প্রকাশে দেলু (৩৫), পৈরতলা সরকার পাড়ার শরিফ (২২), মজলিশপুরের জোনায়েদ (২০), ঘাটুরা মোল্লাবাড়ির আতিকুল ইসলাম প্রকাশ সজিব (২০), সরাইল চুন্টার মোজাম্মেল হক হৃদয় (৩০)।
আরও পড়ুন: পুলিশের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় আটক ১৮
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, মানুষের জানমাল নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। আটককৃত সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।