রাজধানীর ভাষানটেকের একটি বাসায় মশার কয়েল ধরাতে আগুন লেগে একই পরিবারের শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) ভোরে ভাষানটেকের ১৩ নম্বর কালবাট রোডের একটি বাসায় ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন- মো. লিটন (৫২), স্ত্রী সূর্য বানু (৪০), শাশুড়ি মেহেরুন নেসা (৬৫), লিজা (১৮), লামিয়া (৭), সুজন (৮)।
লিটনের গ্রামের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।
জানা গেছে, আগে থেকেই সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে ঘরটি গ্যাসে আচ্ছন্ন হয়ে ছিল।
আরও পড়ুন: ঢাকার দোহারে অগ্নিসংযোগে একই পরিবারের ৫ জন দগ্ধ
দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, দগ্ধরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের মধ্যে মো. লিটনের ৬৭ শতাংশ, সূর্য বানুর ৮২ শতাংশ, মেহেরুন নেসা ৪৭ শতাংশ, লিজার ৩০ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ, ও সুজন এর ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে।
প্রতিবেশী ময়নাবানু বলেন, লিটন ঐ এলাকায় টিভি, ফ্রিজসহ ফার্নিচারের ব্যাবসা করেন। সেগুলো কিস্তিতে বিক্রি করেন। তিনি পরিবার নিয়ে থাকতেন মিরপুর ১৩ নম্বর সেকশনের নতুন বাজার, পশ্চিম ভাষানটেকের কালভার্ট রোডের ২য় তলা ভবনের নিচতলার বাসায়। ঐ বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়।
তিনি আরও বলেন, সিলিন্ডারের সঙ্গে লাগানো পাইপটির কিছু অংশ ইঁদুর খাওয়ায় তা লিকেজ অবস্থায় ছিল। সেখান থেকে গ্যাস লিকেজ হয়ে ঘরে ছড়িয়ে পড়েছিল।
ময়নাবানু বলেন, লিটন ভোরে মশার কয়েল জ্বালাতেই সারা ঘরে আগুন লেগে পরিবারের ৬ জন দগ্ধ হয়।