হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে নোয়াখালী থেকে ১২ জন রোহিঙ্গাকে ধরে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা।
শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ ছাড়াও চার জন করে নারী ও শিশু রয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর তুলনায় ভাসানচর অনেক উন্নত: জাতিসংঘ
আটক রোহিঙ্গারা হলেন - ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদের ছেলে খায়ের হোসেন (৩৫), জহুর আহাম্মদের মেয়ে রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), নুর ইসলামের ছেলে মো. ইউসুফ (৩৫), কামাল হোসেনের ছেলে মো. সিদ্দিক (২০) ও মেয়ে জুবাইদা (১৬),মন্তাজুলের ছেলে আবুল হায়েজ (১৩),আবুল খায়েরের ছেলে শহিদ (৬) তার ছেলে তারেক (৮), আরমান (১) এবং তার ছেলে ওমাহের (৪)।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম জানান, শুক্রবার সকালে চর এলাহীর দক্ষিণ নৌঘাট এলাকায় অপরিচিত কয়েকজন লোককে দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে তারা জানায় বৃহস্পতিবার রাতে ভাসানচর ক্যাম্প এলাকা থেকে তারা পালিয়ে বেরিয়ে আসে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্থানীয় এক মাঝির সাথে চুক্তি অনুযায়ী কক্সবাজার পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে মেঘনা নদীতে পাড়ি জমায়। ভোররাতে ইঞ্জিন চালিত নৌকাটি তাদের এই ঘাটে নামিয়ে দিয়ে চলে যায়। পরে সকালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধসে ২ রোহিঙ্গা নিহত
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো.আবুল কালাম আজাদ জানান, আটককৃতদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।