বকেয়া ও চলতি বছরের অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা এক মাস বৃদ্ধি করে ১৩ মে পর্যন্ত করা হয়েছে।
এছাড়া ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০২০’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে ভূমি মন্ত্রণালয় জনস্বার্থে বৃহস্পতিবার এ নির্দেশ জারি করেছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বছর (বাংলা) ৩০ চৈত্র্যের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয়। চলতি বছরে কর আদায়ের শেষ সময় ৩০ চৈত্র বা ১৩ এপ্রিল পর্যন্ত হলেও করোনাভাইরাসের কারণে নাগরিকগণের সুবিধার্থে তা এক মাস বৃদ্ধি করে আগামী ৩০ বৈশাখ বা ১৩ মে পর্যন্ত করা হয়েছে।
এছাড়া, আগামী ১২ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০২০’ একই কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।