কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা মার্কেটের জুতা তৈরির কাঁচামালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩জুন) রাত পৌনে ১২টার দিকে পরিষদ সংলগ্ন এলাকা হাজী মামুন মিয়ার দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পৌনে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব নদী ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত কয়েক দফা হালকা বৃষ্টি হয়। এ সময় জুতার কাঁচামালের দোকানের পাশে বিদ্যুতের খুঁটিতে কয়েক বার ছোট আকারে আগুন জ্বলতে ও নিভতে দেখা যায়। ধারণা করা হচ্ছে এই খুঁটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে স্কুলছাত্রী ও দাদিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ
এ বিষয়ে দোকান মালিক হাজী শাহিন বলেন, লোকের মাধ্যমে আগুনের খবর পেয়ে এসে দেখি আমার দোকানে আগুন। আমার কয়েক লাখ টাকার জুতা তৈরির কাঁচামাল ছিল।
ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক রাজন আগুনের সত্যতা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত পৌনে ১২টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পৌনে ১ ঘন্টা চেষ্টায় রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বলতে পারব না। তবে ধারণা করা হচ্ছে সর্ট সার্কিট থেকেও হতে পারে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, আগুন লেগেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে আগুন লেগেছে এটা তদন্তের বিষয়।
আরও পড়ুন: ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজের আগুনে দদ্ধ একজনের মৃত্যু