ভোলায় শুরু হয়েছে বার্ষিক উপকূলীয় জলচর পাখি গণনা। বাংলাদেশ বার্ড ক্লাবের উদ্যোগে পাঁচ সদস্যের একটি দল এই কার্যক্রমে অংশ নিচ্ছে। জলচর পাখির সংখ্যা নিরূপণ, তাদের বাসস্থান রক্ষা এবং পাখি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার খেয়াঘাট থেকে ট্রলারে করে এই কার্যক্রম শুরু হয়। আগামী আট দিন দলটি ভোলা ও আশপাশের প্রায় ৫০টি চর এবং জলাভূমি পরিদর্শন করা হবে। এই অঞ্চলে রয়েছে জলচর পাখির বৈচিত্র্যপূর্ণ সমাহার, যার মধ্যে কিছু বিরল এবং বিলুপ্তপ্রায় প্রজাতি রয়েছে।
বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য ও পাখি পর্যবেক্ষক এম এ মুহিত জিনান জানান, এই গণনা শুধু পাখির সংখ্যা নির্ধারণের জন্য নয়; এটি পাখিদের জীবনযাত্রা ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখে।
‘আমাদের লক্ষ্য শুধু পাখি গণনা নয়, পাখিদের সুরক্ষা ও তাদের মুক্ত বিচরণ নিশ্চিত করাও,’ তিনি বলেন।
১৯৮৭ সালে শুরু হওয়া এই কার্যক্রমটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবক ভিত্তিতে পরিচালিত হয়। গণনার মাধ্যমে সংগৃহীত তথ্য ‘ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল’ নামে একটি আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে, যা বিশ্বব্যাপী জলচর পাখির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই দলে আরও রয়েছেন পাখি গবেষক সায়াম ইউ চৌধুরী, ফয়সাল, নাজিম উদ্দিন খান ও রবিউল ইসলাম। ১৩ জানুয়ারি এই কার্যক্রম শেষ হবে। এরপর দলটি ঢাকায় ফিরে তাদের পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিবেদন প্রকাশ করবে, যা ভবিষ্যতের সংরক্ষণ উদ্যোগে সহায়ক হবে।
ভোলায় শুরু হয়েছে উপকূলীয় জলচর পাখি গণনা