ভোলার দৌলতখান উপজেলায় বরফকলের অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সিদ্দিকা খাতুন নামে এক নারী নিহত এবং ২ জন আহত হয়েছেন।
শনিবার (৮ জুন) সন্ধ্যা ৭টায় দৌলতখান পৌরসভা ৩ নং ওয়ার্ডের স্লুইচগেট সংলগ্ন বেড়ীবাধের উপর খোরশেদ আলম দরবেশের বরফকলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকা খাতুন পৌরসভা ৩নং ওয়ার্ডের মৃত হাদিসের স্ত্রী। আহতরা হলো- মফিজ নামে একজনের দেড় বছরের মেয়ে ফাইজা ও বেল্লাল নামে অপরএকজনের মেয়ে হুমাইরা।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ৭টায় দৌলতখানের খোরশেদ আলম দরবেশের বরফকলে হঠাৎ বিকট শব্দ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানে গিয়ে স্থানীয়রা দেখতে পান যে বরফকলের ঘরের ঢিনের চালা ও দেয়াল ফেটে পাশের দোকান ও বসতবাড়ির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এ সময় অ্যামোনিয়া গ্যাসে পাশের বাড়ির সিদ্দিকা খাতুন, ফাইজা ও হুমাইরা গুরুত্বরভাবে অসুস্থ হয়ে পড়ে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৩
আহতদের প্রথমে দৌলতখান সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে সেখানেই সিদ্দিকা খাতুনের মৃত্যু হয়।
ভোলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক লিটন আহমেদ বলেন, দৌলতখানের থানা রোডে অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণের সংবাদ পেয়ে সরেজমিনে আসি। গ্যাস বিস্ফোরণের কারণে ঘরের ঢিনের চালা উড়ে যায় ও দেয়াল ফেটে যায়।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ২ জন কর্মীকে রক্ষাকবচ নিয়ে বরফকলের ভেতরে পাঠানো হয়। তবে সেখানে কোনো আহত বা নিহত পাওয়া যায়নি।
অ্যামোনিয়া গ্যাস খুব ক্ষতিকারক। অ্যামোনিয়া গ্যাস রক্ষণাবেক্ষণের ক্রটি ছিল বলে এ ঘটনা ঘটতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: ফরিদপুরে রিকশা গ্যারেজে বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের ২ আঙুল