ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রবিবার রাত ৩টার দিকে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া কোড়ালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মনপুরা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ওই বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পরে। এ সময় বাজারে থাকা ব্যবসায়ীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
মনপুরা ফায়ার সর্ভিস এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আগুনে বাজারের তিনটি মুদি দোকান, একটি ঔষুধের দোকান, দুইটি চায়ের দোকান, একটি সেলুন, একটি অফিস, একটি ইলেক্ট্রনিক্স দোকান ও একটি জুয়েলারী দোকানসহ ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার জানান, অগ্নিকাণ্ডে কোড়ালিয়া বাজারের ১৬টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে।
এছাড়াও তাৎক্ষনিকভাবে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এক লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেন। এ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হবে।