মাগুরা জেলা কারাগারে আয়ুব মোল্যা নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আয়ুব মোল্যা (৭০) ওই জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মৃত আরশাদ আলী মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সারঙ্গদিয়া বাজার থেকে র্যাব-৬ আয়ুব মোল্যাকে গ্রেপ্তার করে। তারপর থেকেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তার বয়স ৭০ বছর। তাকে এ বয়সে নাশকতা মামলায় ফাঁসানো হয়। রবিবার রাত ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
মাগুরা জেলা কারাগারের জেলার শেখ মো. মহিউদ্দীন হায়দার জানান, ২০২৪ সালের ১০ অক্টোবর মাগুরা সদর থানায় একটি বিস্ফোরক মামলায় গত ৫ নভেম্বর থেকে মাগুরা জেলা কারাগারে ছিলেন আয়ুব মোল্যা। তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৭ নভেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে ১৮ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে খুলনা জেল সুপার নাসিরুদ্দিন প্রধান জানান, খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা ১১টায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু