মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৫টি নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাইচ দেখতে নানা বয়সী কয়েকশ মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঐতিহ্যবাহী এই নোৗকা ছোটানোর প্রতিযোগিতা শুরু হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এই বাইচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানান, মানুষকে আনন্দ দিতেই এই আয়োজন করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আগামীতে আরও এর পরিসর আরও বড় করা হবে বলেও জানিয়েছেন তারা।
নৌকা বাইচের খবর শুনে শনিবার (২৩ আগস্ট) সকাল থেকেই কালিগঙ্গা নদীর দুই পাড়ে জড়ো হতে থাকে নানা বয়সী হাজারো মানুষ। দুপুর ২টায় শুরু হয় নৌকা বাইচ। মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী পাবনা, রাজবাড়ি, ফরিদপুর, টাঙ্গাইল জেলার ৩৫টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।