সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনে নিহতের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারদের মুক্তির দাবিতে সোমবার দুপুরে মিরপুরে ইসিবি চত্বরে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে ঘটনাস্থল থেকে ইউএনবির প্রতিবেদক জানান।
আরও পড়ুন: আন্দোলন বন্ধের ঘোষণা ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের
এরপর বিক্ষোভকারীরা বিভিন্ন গলিতে অবস্থান নেন।
এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১০ নম্বরে আন্দোলনকারীরা মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
ওই এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: পুরানা পল্টন থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ
সাম্প্রতিক সহিংসতায় আরও ১৪ মামলা দায়ের, গ্রেপ্তার ২৪৩: ডিএমপি