চট্টগ্রামের মীরসরাইয়ে রেলক্রসিংয়ে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে বারইয়ারহাট-রামগড় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে বারইয়ারহাট পৌরসভার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পরে ট্রেনে থাকা লোকো মাস্টারের ঘণ্টাখানেকের চেষ্টায় ইঞ্জিনটি মেরামতের পর ট্রেনটি সচল হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা তেলের ট্যাঙ্কারটি বারইয়ারহাট বাজারে পৌঁছালে ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। এসময় ট্রেন বন্ধ হয়ে গেলে বারইয়ারহাট-রামগড় সড়কের দুই পাশে দীর্ঘ দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ১ ঘণ্টার চেষ্টায় তা সচল হয়।
আরও পড়ুন: মীরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে মেডিকেল কলেজ শিক্ষার্থী নিহত
জ্যামে আটকেপড়া যাত্রী আবুল হোসেন জানান, এমনিতে তীব্র গরমে অতিষ্ঠ, তার মধ্যে ট্রেন বিকল হয়ে পড়ায় আমরা বিপাকে পড়েছি। এখানে প্রায় ৪০ মিনিট ধরে বাস দাঁড়িয়ে আছে। গরম সহ্য করতে না পারায় বাচ্চা নিয়ে খুবই নাজুক অবস্থায় পড়েছি।
পূর্বাঞ্চল রেলওয়ের চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন মাস্টার সিরাজুর ইসলাম জানান, ত্রুটি দেখা দিলে বারইয়ারহাট বাজার এলাকায় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি থেমে যায়। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে তেল নিয়ে যাচ্ছিল। এসময় ট্রেনে থাকা লোকো মাস্টারের দীর্ঘ এক ঘণ্টা চেষ্টায় তা সচল হলে ১০টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
আরও পড়ুন: মীরসরাইয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের মৃত্যু