চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের একজন হলেন নৌবাহিনীর মার্চেন্ট সদস্য নাফিজ আহমেদ অয়ন। তিনি মীরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের বাসিন্দা। নিহত বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
আহত যাত্রীরা জানান, কাঠবোঝাই একটি ট্রাক ধুমঘাট ফরেস্ট অফিস এলাকার উত্তর চেকপোস্টে পার্ক করা ছিল। ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল-ডেকার বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ফলে দুর্ঘটনাটি ঘটে।
মীরসরাই জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি। দুর্ঘটনায় জড়িত উভয় যানবাহন রাস্তা থেকে সরানো হয়েছে।
জাকারিয়া জানান, দুর্ঘটনাটি ঘন কুয়াশার কারণে ঘটতে পারে।