মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকানের মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) মধ্যরাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আজ (শুক্রবার) সকালে নিয়ন্ত্রণে আসে।
বাজারের ব্যবসায়ীরা জানান, রাত ২টার দিকে আগুন লাগে। এরপর মুহূর্তেই তা বাজারের মূল অংশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলিতে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। পরে আজ সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: ঢাকার বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ারের আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ছয় ঘণ্টার চেষ্টায় আজ সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই আগুনের ঘটনায় অনেক প্রান্তিক ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছেন। জমজমাট বাজারটি এখন বিরান ভূমি।
তিনি বলেন, লুঙ্গি পট্টির পাইকার আনোয়ার বস্ত্র বিতানের মালিক মঞ্জুরুল ইসলাম বাজারের কাছের শ্রীনগরের হরপাড়া গ্রাম থেকেও ছুটে এসেও শেষ রক্ষা করেত পারেননি। অন্য দোকানের মতো তার দোকানেরও অন্তত ৬০ লাখ টাকার লুঙ্গি পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার সকালে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।