মুন্সীগঞ্জে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সদর উপজেলার চিতলিয়ায় বুধবার রাতে এ সময় ডাকাত দলের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্যদের বহনকারী ট্রলারের মাঝি আহত হয়েছেন।
দোকান মালিকদের দাবি, ডাকাতদল শতাধিক ভরি স্বর্ণ ও ৪০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নৈশকোচে ডাকাতি : গ্রেপ্তার আরও ৩
ভূক্তক্তভোগী দোকান মালিক ও স্থানীয়দের বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বুধবার দিবাগত রাতে প্রায় ২০ জনের ডাকাত দল নদী পথে চিতলিয়া বাজারে আসে। অস্ত্র দেখিয়ে প্রথমে বাজারের দুই নৈশপ্রহরী, পরে বণিক স্বর্ণ শিল্পালয় নামের দোকান ও এর সংলগ্ন বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ফেলে এবং নিখিল বণিক স্বর্ণের দোকান থেকে আনুমানিক শতভরি স্বর্ণ ও ৪০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এরপর পাশের মনুনাগ স্বর্ণ শিল্পালয় থেকে ৬-৭ ভরি স্বর্ণ লুট করে। পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং মসজিদের মাইকেও ডাকাতি হওয়ার ঘোষণা করে। এ সময় ট্রলারে টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে স্পিডবোট নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
আরও পড়ুন:মানিকগঞ্জে ডাকাতির ৪৩ লাখ টাকার সুতাসহ গ্রেপ্তার ৪
চিতলিয়া বাজার সমিতির সভাপতি মো. কাজল বলেন, ‘বাজারে স্বর্ণ ব্যবসায়ী বাসু নাগ আমাকে ডাকাত আসছে বলে ফোন করলে আমি মসজিদের মোয়াজ্জিনকে মাইকিং করতে বলি। মসজিদে মাইকিং করলে ডাকাতরা পালিয়ে যায়। এর মধ্যে তারা দুটি দোকানে ডাকাতি করে স্বর্ণালংকার নিয়ে যায়।’
এঘটনায় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।