সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা মাছ ধরায় জেলার হাইমচর উপজেলায় মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে প্রায় ১ লাখ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮৫ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা টাস্কফোর্স।
এ সময় ৭ জেলেকে আটক করা হয়েছে। এরা হাইমচরও আশপাশ এলাকার অধিবাসী। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুস ছাত্তার।
আরও পড়ুন: চাঁদপুরে মেঘনায় জাটকা ধরায় ১০ জেলের কারাদণ্ড
সন্ধ্যায় অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, উপজেলা মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির সম্মিলিত অভিযানে প্রায় ১ লাখ ৪৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৮৫ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জাল হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার অনুমতি ক্রমে নদীর পাড়েই আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত জাটকা স্থানীয় দুটি এতিমখানা ও দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
সম্মিলিত অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, নীল কমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের সিসি মো. এমদাদুল হক ও তার সঙ্গের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।