মেহেরপুরের মুজিবনগরে অভিযান অভিযান চালিয়ে বিদেশি ম্যাগজিন ও পিস্তল জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটকের দাবি করেছে মেহেরপুর সেনাবাহিনীর একটি টিম।
বুধবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় জনৈক বাবলুর বাড়ির পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন- মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের কাঠমিস্ত্রি সাইফুল ইসলাম (৩২), দারিয়াপুর গ্রামের পেশাদার চোর এনামুল হক (৩৫) এবং একই গ্রামের সাইফুল ইসলাম (৩২)।
স্থানীয়রা জানায়, দারিয়াপুর গ্রামের গ্রেপ্তার এনামুল হকের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। সে এর আগেও এলাকায় কয়েকটি দোকানে চুরি করে ধরা পড়েছিল। এ নিয়ে তার বিরুদ্ধে একাধিকবার শালিস বৈঠক ও জরিমানা করা হয়েছে।
মেহেরপুর সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে একটি টিম তিনজনকে গ্রেপ্তার করে।
তাদের গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অস্ত্রের কথা স্বীকার করেন। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ঝটকার ছেলে বাবলুর বাড়ির পাশ থেকে ইতালির তৈরি ম্যাগাজিনসহ একটি অত্যাধুনিক পিস্তল জব্দ করেন।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে আসামিদের মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।