মুজিবনগরে ১০০ বোতল ফেনসিডিল জব্দ এবং ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত মধ্যরাতে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের একটি ইটভাটার কাছে অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত সৈকত আলীর ছেলে এবং বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা আয়ূব হোসেনের ছোট ভাই মো. আলী ইয়াসিন (৫৫), মহাজনপুর গ্রামের উত্তরপাড়া এলাকার ফইজেল শেখের ছেলে দৌলত শেখ (৪০) ও একই গ্রামের আনারুল ইসলামের ছেলে মো. হালিম আলী (২২)।
আরও পড়ুন: ঝিনাইদহে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদ সাইফুল আলম বলেন, ফেনসিডিলের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকার একটি ইটভাটার মাঠে অভিযান চালানো হয়। অভিযানে দৌলত শেখ ও হালিম আলীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরে তাদের মোবাইল ফোনের কথপোকথনের সূত্র ধরে সীমান্তবর্তী আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলের মূল হোতা ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেনের ছোট ভাই মো. আলী ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দিয়ে মুজিবনগর থানায় ৩ জনকে ও ফেনসিডিল হস্তান্তর করা হয়েছে।