ময়মনসিংহ শহরের সানকিপাড়া রেলগেট এলাকায় রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ।
বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়।
এ সময় নগরীর সানকিপাড়া রেলগেইটের সামনে দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা বাজার ও দোকানপাটসহ রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকায় থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মো. সিরাজুল ইসলাম, আনসার প্লাটুন কমান্ডার রবিউল হাসান ও সেনা কর্মকর্তারা।
আরও পড়ুন: অবৈধ দখল-দূষণের কবলে ফেনীর ২৪৪ নদী ও খাল
উচ্ছেদ চলাকালে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এই উচ্ছেদ অভিযানে তাদের পথে বসার উপক্রম হয়েছে। তাদের স্থানান্তর বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সরকারের সহযোগিতাও কামনা করেছেন তারা।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে সাধারণ ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। ময়মনসিংহ সিটি করপোরেশন বেআইনিভাবে এসব জমি লিজ দিয়েছে যা তাদের কোনো এখতিয়ারেই পড়ে না।’
তিনি বলেন, ‘সানকিপাড়া বাজার কয়েক যুগ ধরে বেআইনিভাবে লিজ দিয়ে আসছে সিটি করপোরেশন। ভবিষ্যতে এসব জমি নিয়মতান্ত্রিকভাবে টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়া হবে।’ আগের ব্যবসায়ীরাও এতে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।
অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান নাসির উদ্দিন মাহমুদ।
আরও পড়ুন: ঢামেকের অভিযানে অবৈধ ২১ হুইলচেয়ার জব্দ
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘উচ্ছেদ অভিযানের শুরুতে ব্যবসায়ীদের বাধায় কিছু সময় কার্যক্রম স্থগিত রাখতে হয়। পরে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. মোখতার আহমদের সুপারিশে দুপুর ১টার দিকে অভিযান স্থগিত করা হয়।’ এ বিষয়ে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।